kalerkantho


কাজাখস্তানে বাসে আগুন লেগে ৫২ জন নিহত

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ জানুয়ারি, ২০১৮ ০০:০০মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে একটি বাসে আগুন লেগে ৫২ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির জরুরি সেবা বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

মন্ত্রণালয়ের মুখপাত্র রাসলান ইমানকুলভ জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় একটি বাসে আগুন লাগে। বাসটিতে ৫৫ জন যাত্রীসহ দুজন চালক ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজন বেরিয়ে আসতে পেরেছেন। বাকিরা সেখানেই মারা গেছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাসচালকের বরাত দিয়ে রাসলান বলেন, ‘যাত্রীরা সবাই উজবেকিস্তানের নাগরিক। আগুন দ্রুত বাসে ছড়িয়ে পড়ে।’

পুড়ে যাওয়া বাসটি ছিল হাঙ্গেরির ইকারাস ব্র্যান্ডের। কয়েক দশকের পুরনো এই বাসগুলো এখনো সাবেক ইউনিয়নের দেশগুলোতে ব্যবহার করা হয়। বাসটির রাশিয়ার সামারা থেকে ভলগা নদী হয়ে কাজাখস্তানের দক্ষিণের শহর শিমকেন্তে যাওয়ার কথা ছিল। পথে অ্যাক্টবি শহরে দুর্ঘটনার কবলে পড়ে। এর আগে ২০১৫ সালে শহরটিতে সড়ক দুর্ঘটনায় তিন শিশুসহ ১৬ জন নিহত হয়। সূত্র : এএফপি।মন্তব্য