ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। একই সঙ্গে আবারও ইরানের বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের অভিযোগ আনা হয়েছে। তবে বরাবরের মতো অভিযোগ অস্বীকার করেছে ইরান।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, মঙ্গলবার মধ্যরাতে জিজান প্রদেশের সাগর উপকূলে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে সৌদি বিমান প্রতিরক্ষা সংস্থা। এক বিবৃতিতে মালিকি বলেন, হুতি বিদ্রোহীদের কাছে ইরানের অস্ত্র সরবরাহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার সুস্পষ্ট লঙ্ঘন।
তবে হুতি বিদ্রোহীরা তাদের আল-মাসিরাহ টেলিভিশনে জানিয়েছে, সৌদিকে লক্ষ্য করে তারা দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি তাদের দুর্গ সাদাহ থেকে নজরান প্রদেশের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়। সেটি সীমান্ত অতিক্রম করেছে বলেও দাবি তাদের। তবে বিষয়টি নিয়ে সৌদি আরব কোনো মন্তব্য করেনি।
গত নভেম্বর থেকে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা করে হুতি বিদ্রোহীরা এবং সবই ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরব। সূত্র : এএফপি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...