kalerkantho


তিউনিসে উৎসবে মেতে ওঠে স্থানীয়রা

১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০তিউনিসে উৎসবে মেতে ওঠে স্থানীয়রা

তিউনিসিয়ায় প্রেসিডেন্ট জাইন এল আবিদিনকে উৎখাতের আন্দোলনের মধ্য দিয়ে আরব বসন্তের যে সূচনা হয়েছিল, তার সাত বছর পূর্তিতে সোমবার তিউনিসে উৎসবে মেতে ওঠে স্থানীয়রা। তিউনিসের মধ্যাঞ্চল থেকে তোলা ছবি।   ছবি : এএফপিমন্তব্য