kalerkantho


বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ৩১

কালের কণ্ঠ ডেস্ক   

১৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ইরাকের রাজধানী বাগদাদে গতকাল সোমবার দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। বাগদাদে গত তিন দিনের মধ্যে দ্বিতীয় হামলার ঘটনা এটি।

হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ইরাকে বেশির ভাগ হামলার জন্য ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি দলকে দায়ী করা হয়ে থাকে। ইরাককে আইএসমুক্ত ঘোষণার পর যখন দেশটি পার্লামেন্ট নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, ইরাকের সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে গঠিত যৌথ অপারেশনস কমান্ডের মুখপাত্র জেনারেল সাদ মান বলেছেন, ‘মধ্য বাগদাদে তায়ারান স্কয়ারে বোমা হামলায় ৩১ জন নিহত হয়েছে।

সূত্র : এএফপি।মন্তব্য