kalerkantho


মুম্বাই উপকূলে কপ্টার বিধ্বস্ত নিহত ৪

কালের কণ্ঠ ডেস্ক   

১৪ জানুয়ারি, ২০১৮ ০০:০০ভারতের মুম্বাই উপকূলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার কিছুু পরে ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস করপোরেশনের (ওএনজিসি) এ কপ্টারটি দুর্ঘটনায় পড়ে বলে এনডিটিভি জানিয়েছে। নিহতদের মধ্যে কম্পানিটির এক জ্যেষ্ঠ কর্মকর্তাও আছেন।

বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ তিনজনের সন্ধানে অভিযান চলছে বলে কোস্ট গার্ডের এক কর্মকর্তা জানান। পাওয়ান হানস কম্পানির সাত বছর বয়সী ভিটিপিডাব্লিউএ ডফিন এএস ৩৬৫এনথ্রি মডেলের কপ্টারটি স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে জুহু থেকে মুম্বাইয়ের হাই নর্থ ফিল্ডের দিকে রওনা হয়। মুম্বাই থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে থাকা অবস্থায় সকাল ১০টা ৩৫ মিনিটে কপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের শেষ যোগাযোগ হয়। এর কিছু সময় পরই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে। কপ্টারটিতে দুই পাইলট ছাড়াও ওএনজিসির পাঁচ কর্মকর্তা ছিলেন; তাঁদের মধ্যে চারজনের মৃতদেহ উদ্ধার করে কোস্ট গার্ড। সূত্র : বিডিনিউজ।মন্তব্য