kalerkantho


ফিলিস্তিনে মার্কিন সহায়তা বন্ধের হুমকিতে সুইডেনের উদ্বেগ

কালের কণ্ঠ ডেস্ক   

১১ জানুয়ারি, ২০১৮ ০০:০০যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘ সংস্থাকে দেওয়া তহবিল প্রত্যাহার করে নিলে তা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ডেকে আনবে। মঙ্গলবার এ সতর্কবার্তা দিল সুইডেন।

জাতিসংঘে সুইডেনের রাষ্ট্রদূত ওলোফ স্কুগ বলেছেন, ফিলিস্তিনিদের জন্য ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সিতে (ইউএনআরডাব্লিউএ) ১২৫ মিলিয়ন ডলার স্থগিত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালির সঙ্গে আলোচনায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘের প্রধান ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্কুগ বলেন, ‘আমার উদ্বেগটা হচ্ছে, আমরা আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে কথা বলি। এ অবস্থায় অর্থায়ন বন্ধ নেতিবাচক হয়ে দেখা দেবে। ৫০ লাখ মানুষের জন্য মানবিক সহায়তা দরকার, কিন্তু এই ঘটনা ওই অঞ্চলকে অবশ্যই অস্থিতিশীল করে তুলবে।’

আগামী ২৫ জানুয়ারি ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষ বিষয়ে জাতিসংঘে নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে ইউএনআরডাব্লিউএতে অর্থায়ন বন্ধের বিষয়টি নিরাপত্তা পরিষদে ওঠানো হবে কি না সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি স্কুগ। সুইডেন সর্বপ্রথম ইইউভুক্ত দেশ, যারা ২০১৪ সালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। সূত্র : এএফপি।মন্তব্য