kalerkantho


কিংবদন্তি মার্কিন নভোচারী জন ইয়াং মারা গেছেন

কালের কণ্ঠ ডেস্ক   

৮ জানুয়ারি, ২০১৮ ০০:০০কিংবদন্তি মার্কিন নভোচারী জন ইয়াং মারা গেছেন

চাঁদের মাটিতে হেঁটে বেড়ানো কিংবদন্তি মার্কিন নভোচারী জন ইয়াং (৮৭) মারা গেছেন। প্রথম ব্যক্তি হিসেবে পৃথিবী থেকে ছয়বার মহাকাশে যাওয়া এই নভোচারী শুক্রবার শেষ প্রহরে টেক্সাসে মারা যান। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর জানায়।

‘মহাকাশ যানের টেস্ট পাইলটদের পথিকৃৎ’ জন ইয়াং নিউমোনিয়াজনিত জটিলতায় ভুগছিলেন। জন ইয়াং যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে নাসা স্পেস সেন্টারের কাছে থাকতেন।

নাসার অফিশিয়াল টুইটার পেজে একটি বিবৃতিতে বলা হয়, ‘৮৭ বছর বয়সী জন ইয়াংকে হারিয়ে আমরা মর্মাহত। তিনি দুইবার চাঁদে গিয়েছিলেন, চাঁদের মাটিতে হেঁটেছেন এবং প্রথম স্পেস শাটল অভিযানে অংশ নিয়েছিলেন। তিনি জিমিনি, অ্যাপোলো, স্পেস শাটল কর্মসূচিসহ ছয়বার মহাকাশ অভিযানে অংশ নেন।’

কিংবদন্তি এই মহাকাশচারী নাম জড়িয়ে আছে মহাকাশ অভিযানের অনেক ‘প্রথম’-এর সঙ্গে। তিনিই প্রথম শাটল ফ্লাইট পরিচালনাকারী ব্যক্তি। ছয়বার মহাকাশ অভিযানে যাওয়া ব্যক্তি হিসেবে তিনি সুবিদিত। অ্যাপোলো-১০-এ করে তিনি চাঁদের কক্ষকথ পরিভ্রমণ করেন এবং অ্যাপোলো-১৬-এর মাধ্যমে চাঁদে অবতরণ করেন। সূত্র : এএফপি।মন্তব্য