ইকোয়াটোরিয়াল গিনি, আইভরি কোস্ট, কুয়েত, পেরু, পোল্যান্ড ও নেদারল্যান্ডস মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে যোগ দিয়েছে। নিরাপত্তা পরিষদে তাদের যোগদানকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট কাইরাত উমরভ বলেছেন, ‘শান্তি এবং নিরাপত্তা অর্জন করা কঠিন। অন্যদের থেকে পার্থক্য তৈরিতে আপনারা সত্যিকারভাবেই একটি সুযোগ পেতে যাচ্ছেন।’
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রতি মাসেই নতুন সভাপতি পেয়ে থাকে। এরই ধারাবাহিকতায় জানুয়ারিতে সংস্থাটির সভাপতির দায়িত্বে রয়েছেন কাজাখস্তানের রাষ্ট্রদূত কাইরাত উমরভ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশের সংখ্যা ১৫। তাদের মধ্যে ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র স্থায়ী সদস্য। এই পাঁচ দেশের একক ভেটো ক্ষমতা রয়েছে।
গত ৩১ ডিসেম্বর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে মিসর, ইতালি, জাপান, সেনেগাল, ইউক্রেন ও উরুগুয়ে সরে দাঁড়িয়েছে। সূত্র : এএফপি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের