kalerkantho


আইএসের বিরুদ্ধে লেবাননি সেনাদের অভিযান শুরু

কালের কণ্ঠ ডেস্ক   

২০ আগস্ট, ২০১৭ ০০:০০ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে এবার অভিযানে নেমেছে লেবাননের সেনারা। সিরিয়ার সীমান্তবর্তী দুটি এলাকায় গতকাল শনিবার এ অভিযান শুরু করে তারা। এর আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তে আইএসের বিরুদ্ধে অভিযান চালায় লেবাননের শিয়াপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

হিজুবুল্লাহ অবশ্য অনেক আগ থেকেই এ লড়াইয়ে সম্পৃক্ত। ২০১১ সাল থেকে তারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের হয়ে আইএসের বিরুদ্ধে লড়ছে। অন্যদিকে লেবাননের সেনারা দীর্ঘদিন চেষ্টা করেছে এ লড়াইয়ে না জড়াতে। ২০১৪ সালে সীমান্ত এলাকা আরসাল থেকে তাদের ৩০ সেনা ও পুলিশ সদস্যকে অপহরণ করে আইএস এবং আল-নুসরা ফ্রন্ট। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে লেবানন এত দিন আইএসের বিরুদ্ধে লড়াইয়ে নামেনি।

গতকাল দেশটির সেনাপ্রধান জেনারেল জোসেফ ওন বলেন, ‘লেবানন, লেবাননের অপহৃত ও শহীদ সেনা সদস্যদের নামে আমি এই অভিযানের ঘোষণা দিচ্ছি।’ সীমান্তবর্তী দুটি এলাকা ‘জুরুদ রাস বালবেক’ ও ‘জুরুদ আল কা’ অনুসারে এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘ডন অব জুরুদ’।

সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল আলী কানসো জানান, মূলত ১২০ বর্গকিলোমিটারের ওই এলাকা দুটি আইএসের দখলে রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে প্রায় ৬০০ আইএস যোদ্ধা রয়েছে।

আলী কানসো বলেন, ‘আমরা আইএসকে ভয় পাই না। তাদের কাছ থেকে নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারে এই অভিযান শুরু হয়েছে।’ সূত্র : এএফপি।


মন্তব্য