kalerkantho


শৈশব কাটছে যুদ্ধ দেখে

২১ এপ্রিল, ২০১৭ ০০:০০শৈশব কাটছে যুদ্ধ দেখে

ইরাকের মসুলে আইএস জঙ্গিদের সঙ্গে ইরাকি বাহিনীর লড়াই শুরু হওয়ার পর আরো অনেকের সঙ্গে শহর ছাড়তে বাধ্য হয় এই শিশুরা। উদ্বাস্তু শিবিরেই এখন তাদের আশ্রয়। এদের শৈশব কাটছে যুদ্ধ দেখে। তাই খেলাও সেই ‘যুদ্ধ যুদ্ধই’। ছবিটি গতকাল তোলা। ছবি : রয়টার্স


মন্তব্য