kalerkantho


গণভোট দাবি কাতালোনিয়ার

কালের কণ্ঠ ডেস্ক   

২১ মার্চ, ২০১৭ ০০:০০আবারও স্বাধীনতা প্রশ্নে গণভোটের দাবি জানিয়েছে স্পেনের বিচ্ছিন্নতাবাদী প্রদেশ কাতালোনিয়া। প্রদেশের বিচ্ছিন্নতাকামী সরকার স্পেনের কেন্দ্রীয় সরকারের প্রতি ২০১৪ সালে স্কটল্যান্ডের গণভোটের প্রসঙ্গ টেনে এ দাবি জানায়। স্কটল্যান্ডের ভোটে লন্ডনের অনুমোদন ছিল।

দৈনিক আল পাইসে প্রকাশিত এক খোলা চিঠিতে কাতালান আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট চার্লস পুইগদেমন্ত ও তাঁর ভাইস প্রেসিডেন্ট অরিয়স জ্যাঁকোয়েরাস বলেন, ‘ব্রিটেন ও স্কটল্যান্ড সরকারের সম্মতিতেই সেখানে গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সম্প্রতি নানা ইঙ্গিতে মনে হচ্ছে, তারা আবার স্বাধীনতা প্রশ্নে নতুন গণভোটের দিকে যাচ্ছে।’ বলে রাখা ভালো, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন গতকাল সোমবার ২০১৯ সালের গোড়ার দিকে আবারও গণভোট আয়োজনের দাবি জানিয়েছেন। ওই সময়ের মধ্যে ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে। ২০১৪ সালেও একই বিষয় নিয়ে গণভোট হয় স্কটল্যান্ডে। তবে সেবার বিচ্ছিন্নতাবিরোধীদের দিকে পাল্লা হেলে ছিল।

চিঠিতে কাতালান নেতা লেখেন, ‘আমরা সবার সম্মতিতে কাতালানিয়াতে একই ধরনের গণভোট চাই। মনে রাখা ভালো, এর আগেও নানাভাবে একই দাবি জানিয়েছি আমরা। স্প্যানিশ সরকার প্রত্যাখ্যান করতে পারে, এমন আশঙ্কা নিয়েই আমরা আবারও আজ একই দাবি জানাতে চাই।’ সূত্র : এএফপি।


মন্তব্য