kalerkantho


বেতন দান করতে সাংবাদিকদের পরামর্শ চান ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ মার্চ, ২০১৭ ০০:০০যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর বার্ষিক বেতন চার লাখ ডলারের পুরোটাই কোনো একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করে দেবেন। হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার সোমবার এ কথা জানিয়েছেন।

স্পাইসার বলেন, ট্রাম্প তাঁর সরকারি বেতন কোথায় দান করলে ভালো হবে সে বিষয়ে সাংবাদিকদের পরামর্শ পেলে তিনি খুশি হবেন। প্রসঙ্গত, বেশির ভাগ গণমাধ্যম তথা সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের বিরোধ প্রকাশ্য। সাংবাদিকদের তিনি অসৎ ও দুর্নীতিগ্রস্ত বলতেও ছাড়েননি। কিন্তু বেতন দান করার ব্যাপারে তিনি তাঁদের পরামর্শ চাওয়ায় বিষয়টি বেশ কৌতূহলোদ্দীপক হয়ে দাঁড়িয়েছে।  

নির্বাচনী প্রচারণার সময়েই ট্রাম্প বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রাপ্য বেতন নেবেন না। তবে আইন মানার জন্য তাঁকে হয়তো ন্যূনতম এক ডলার নিতে হবে।

প্রসঙ্গত, এর আগে প্রেসিডেন্ট হার্বার্ট হুভার ও জন এফ কেনেডি প্রেসিডেন্ট পদের জন্য নির্ধারিত বেতন দাতব্য কাজে দান করেছিলেন।

সূত্র : এএফপি।মন্তব্য