kalerkantho


‘সিরিয়া নির্যাতনকেন্দ্রে পরিণত হয়েছে’

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ মার্চ, ২০১৭ ০০:০০ছয় বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের ফলে সিরিয়া দেশটাই একটি নির্যাতনকেন্দ্রে রূপ নিয়েছে। মঙ্গলবার এ কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান জাইদ রাদ আল হুসেন। তিনি বলেন, ‘লড়াইয়ের বয়স সাত বছরে পড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা মানুষের তৈরি সবচেয়ে বড় বিপর্যয়।’

জাতিসংঘের শীর্ষস্থানীয় সংগঠনের আলোচনায় জাইদ বলেন, ‘সিরিয়ার পুরো দেশটাই নির্যাতন কেন্দ্রে রূপ নিয়েছে। এটি নিষ্ঠুরতা, বিভীষিকা এবং অবিচারের স্থান হয়ে গেছে। সম্ভবত সেখানে এখন লাখ লাখ মানুষ আটকা পড়ে আছে। তারা নির্যাতনকেন্দ্রে আটকা রয়েছে। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।’

ব্যাপকভাবে নির্যাতনের অভিযোগ জাতিসংঘ এবং অন্য সংগঠন সিরিয়ান কর্তৃপক্ষের সমালোচনা করে আসছে। গত আগস্টে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছিল, আটক থাকাবস্থায় এ পর্যন্ত ১৭ হাজার ৭০০ মানুষ মারা গেছে। তবে অন্য একটি মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, এমন মৃত্যুর সংখ্যা ৬০ হাজারের কম হবে না।

সিরিয়ায় নির্যাতনের ব্যাপারে আন্তর্জাতিক নেতারা কোনো ব্যবস্থা নিতে না পারায় সমালোচনা করে জাইদ। তিনি বলেন, ‘বিভিন্ন দেশের বিরোধিতার কারণে এই রক্তক্ষয়ী সংঘর্ষ শেষ হওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। বারবার লড়াই শেষ করার চেষ্টা নস্যাৎ হয়ে গেছে।’

সূত্র : এএফপি।মন্তব্য