kalerkantho


হোয়াইট হাউসে আব্বাসকে আমন্ত্রণ ট্রাম্পের

কালের কণ্ঠ ডেস্ক   

১২ মার্চ, ২০১৭ ০০:০০হোয়াইট হাউসে আব্বাসকে আমন্ত্রণ ট্রাম্পের

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসকে শিগগিরই হোয়াইট হাউস সফরে শুক্রবার আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আব্বাসের সঙ্গে ফোনালাপে এই আমন্ত্রণ জানানো হয়েছে।  জানুয়ারিতে প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর আব্বাসের সঙ্গে এটি ছিল ট্রাম্পের প্রথম টেলিফোন আলাপ।

আব্বাসের মুখপাত্রের বরাত দিয়ে ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানায়, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনা ফের শুরু করার উপায় খুঁজে বের করতে শিগগিরই হোয়াইট হাউস সফর করতে আব্বাসকে আমন্ত্রণ জানিয়েছেন। ওয়াফা পরিবেশিত খবরে বলা হয়, ফিলিস্তিনি মুখপাত্র নাবিল আবু রুদিনা জানিয়েছেন, ট্রাম্প শান্তিপ্রক্রিয়ার ওপর ওপর জোর দেন, যা ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে প্রকৃত শান্তির পথকে এগিয়ে নেবে। আব্বাস ট্রাম্পকে বলেন, ফিলিস্তিনি জনগণ শান্তিপ্রক্রিয়া চায়, যা ইসরায়েলের পাশে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে এগিয়ে নেবে।

হোয়াইট হাউস জানায়, ট্রাম্প তাঁর ব্যক্তিগত বিশ্বাসের ওপর জোর দিয়ে বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এ ক্ষেত্রে চুক্তি করার সময় এসেছে।

ট্রাম্প গত মাসের মাঝামাঝি সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়হুকেও হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। সেখানে বৈঠকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতির বাইরে এসে বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দুই রাষ্ট্রনীতির বিপক্ষে তিনি।

উল্লেখ্য, ২০১৪ সালের এপ্রিল থেকে ইসরায়েল-ফিলিস্তিন শান্তিপ্রক্রিয়া স্থবির হয়ে আছে। সূত্র : এএফপি।মন্তব্য