kalerkantho


লখনউতে রাতভর অভিযানে ‘আইএস জঙ্গি’ নিহত

কালের কণ্ঠ ডেস্ক   

৯ মার্চ, ২০১৭ ০০:০০ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখনউতে রাতভর অভিযানে এক সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছে। পুলিশ বলছে, নিহত ব্যক্তি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত। একটি বাড়িতে প্রায় ১২ ঘণ্টা অভিযানে ব্যাপক গোলাগুলির পর বুধবার শেষ রাতে অভিযান শেষ হয়।  পুলিশ বাড়ির ভেতর থেকে আটটি পিস্তল, ৬৫০ রাউন্ড গুলি, প্রায় ৫০টি মতো গুলির খোসা এবং বোমা তৈরির উপকরণ উদ্ধার করেছে। পাওয়া গেছে রেলের সময়সূচি, নগদ অর্থ, সিম কার্ড।

পুলিশের সন্ত্রাস দমন শাখার আইজি অসীম অরুণ জানান, মঙ্গলবার মধ্যপ্রদেশে একটি ট্রেনে ছোটখাটো এক বিস্ফোরণের পরই সে রাজ্যের গোয়েন্দা বিভাগ উত্তরপ্রদেশ পুলিশকে সতর্ক করে যে লখনউয়ের একটি আবাসিক ভবনে লুকিয়ে থাকতে পারে কয়েকজন সন্দেহভাজন সন্ত্রাসী।

পুলিশ এরপর বাড়িটি ঘিরে ফেলে। প্রথমে তাদের কাছে দুজন লুকিয়ে থাকার খবর এসেছিল। কিন্তু অভিযান শেষে সাইফুল্লাহ নামে একজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

অরুণ বলেন, ‘দীর্ঘক্ষণ ধরে ওই ব্যক্তিকে আত্মসমর্পণ করতে বলা হয়। তার এক ভাইয়ের সঙ্গেও কথা বলানো হয়। তারপর মরিচবোমা ছোড়া হয়েছিল যাতে সে ভেতর থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। কিন্তু সে পাল্টা গুলি চালাতে থাকে। পুলিশও গুলি চালায়। শেষমেশ বাড়ির ছাদ ফুটো করে ভেতরে কারা কী অবস্থায় আছে, তা জানার জন্য ক্যামেরা ঢোকানো হয়েছিল।’

পুলিশ বলছে, ওই ব্যক্তি বড়সড় কোনো হামলা চালানোর পরিকল্পনা করছিল। মঙ্গলবার যে বিস্ফোরণটি ঘটানো হয়েছে মধ্যপ্রদেশে, সেটি রিহার্সাল ছিল বলে মনে করছে তারা।’ সূত্র : বিবিসি।

 মন্তব্য