kalerkantho


খরার কবলে দক্ষিণ ভারত

কালের কণ্ঠ ডেস্ক   

৬ মার্চ, ২০১৭ ০০:০০



ভারতের দক্ষিণাঞ্চল তীব্র খরার কবলে পড়েছে। সবচেয়ে সঙ্গিন অবস্থা তামিলনাড়ুর। এবারের গ্রীষ্মে দক্ষিণের রাজ্যগুলোয় পানি পাওয়া নিয়ে সমস্যা চূড়ান্ত পর্যায়ে যেতে চলেছে। দক্ষিণের জলাধারগুলোয় পানি প্রায় নেই বললেই চলে।

ভারতে বৃষ্টিও স্বাভাবিকের চেয়ে অনেক কম। এ অবস্থায় সবচেয়ে শোচনীয় হাল তামিলনাড়ুর। এখানকার জলাধারগুলোয় স্বাভাবিকের চেয়ে ৮০ শতাংশ কম জল রয়েছে। জাতীয় জল কমিশনের পরিসংখ্যান বলছে, তামিলনাড়ুর পরই সবচেয়ে খারাপ অবস্থা অন্ধ্রপ্রদেশের। সেখানে পানির ঘাটতি রয়েছে ৪৮ শতাংশ। কর্ণাটকে পানির ঘাটতি ৩৭ শতাংশ ও কেরালায় ৩১ শতাংশ। সূত্র : এই সময়।



মন্তব্য