উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করল মালয়েশিয়া। উত্তর কোরীয় নেতা কিম জং উনের সত্ভাইকে হত্যা নিয়ে দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক বিবাদের রেশ ধরে গতকাল শনিবার মালয়েশিয়ায় নিযুক্ত উত্তর কোরীয় রাষ্ট্রদূত কাং চোলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এক বিবৃতিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত (পারসোনা ননগ্রাটা) ঘোষণা করা হয়েছে।’ বিবৃতিতে আরো বলা হয়, ওই হত্যাকাণ্ডের তদন্তের তীব্র সমালোচনা করে উত্তর কোরিয়া। এ নিয়ে পিয়ংইয়ংকে ক্ষমা চাইতে বলা হলেও তারা সাড়া দেয়নি। উত্তর কোরীয় রাষ্ট্রদূত কাং চোলকে ৪৮ ঘণ্টার মধ্যে মালয়েশিয়া ছাড়তে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি কিম জং উনের সত্ভাই কিম জং নামকে কুয়ালালামপুর বিমানবন্দরে বিষ প্রয়োগে হত্যা করা হয়। সূত্র : এএফপি, আলজাজিরা।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের