kalerkantho


মেলানিয়ার পরনে ছিল ৮ লাখ টাকার পোশাক

কালের কণ্ঠ ডেস্ক   

২ মার্চ, ২০১৭ ০০:০০মেলানিয়ার পরনে ছিল ৮ লাখ টাকার পোশাক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কংগ্রেসের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় পাশে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। আর তিনি এসেছিলেন বহুমূল্যের এমব্রয়ডারি করা জমকালো কালো জ্যাকেট ও স্কার্ট পরে। মার্কিন গণমাধ্যম জানায়, মেলানিয়ার ওই পোশাকের দাম পড়েছে ৯ হাজার ৬০০ ডলার। বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় সাত লাখ ৬৫ হাজারেরও বেশি।

মাইকেল ক্রোস নামের একটি ওয়েবসাইট জানায়, কংগ্রেসে প্রেসিডেন্টের ভাষণ শুনতে একজন ফার্স্ট লেডির ওই পোশাক ছিল অনেক বেশি চোখধাঁধানো। আর এর দামও অনেক বেশি। কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্পের ওই ভাষণে অনেক গুরুত্বপূর্ণ কথা ও দিকনির্দেশনা ছিল। এ সত্ত্বেও অনেকের বারবার দৃষ্টি গিয়ে পড়ে মেলানিয়ার ওপর।

২০১৫ সালে সে সময়ের প্রেসিডেন্ট বারাক ওবামার স্টেট অব ইউনিয়ন ভাষণের সময় তাঁর স্ত্রী মিশেল ওবামা পরে এসেছিলেন দুই হাজার ৫০০ ডলারের পোশাক। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় দুই লাখ টাকা। সূত্র : এএফপি, সিএনএন।মন্তব্য