kalerkantho


অস্ট্রেলিয়ায় বিক্ষোভের মুখে নেতানিয়াহু

কালের কণ্ঠ ডেস্ক   

২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০অস্ট্রেলিয়ায় বিক্ষোভের মুখে নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্ট্রেলিয়া সফরে গিয়ে ফিলিস্তিনিদের পক্ষের লোকজনের প্রতিবাদের মুখে পড়েন। গতকাল সিডনি থেকে তোলা ছবি। ছবি : এএফপি

প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার সিডনিতে কয়েক শ মানুষ ফিলিস্তিনিদের অধিকারের দাবি জানিয়ে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে। একই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা ভেঙে দেওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করেন।

বিক্ষোভ কর্মসূচির আয়োজক ও আইনজীবী রানদা আব্দেল ফাতাহ এএফপিকে জানান, অস্ট্রেলীয় সরকারের ইসরায়েলের প্রতি সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁরা একত্র হয়েছেন। তিনি বলেন, ‘এটি আসলে বিস্ময়ের ব্যাপার কিভাবে কয়েকজন অস্ট্রেলীয় নেতা একজন যুদ্ধাপরাধীকে লালগালিচা সংবর্ধনা দিয়ে অস্ট্রেলিয়ায় স্বাগত জানাতে পারে।’ তিনি আরো বলেন, ‘আজ আমরা স্পষ্টভাবে বলতে চাই, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এবং পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ আমাদের কেউ নন। তাঁদের বিরুদ্ধে এখন প্রত্যেক অস্ট্রেলীয় নাগরিকই আওয়াজ তুলছে।’ এ সময় বিক্ষোভকারীদের কাছে থাকা ব্যানারে লেখা ছিল—নেতানিয়াহু ফ্যাসিস্ট।

তবে একই সময়ে ইসরায়েল সমর্থক কিছু ব্যক্তিকেও সিডনির রাস্তায় দেখা গেছে। এদের একজনকে ইসরায়েল দীর্ঘজীবী হোক এমন স্লোগান দিতে শোনা যায়। পরে দাঙ্গার আশঙ্কায় পুলিশ ওই ব্যক্তিকে সেখান থেকে সরিয়ে দেয় বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম।

সূত্র : এএফপি।মন্তব্য