kalerkantho


মসুল বিমানবন্দরের দিকে এগিয়েছে ইরাকি বাহিনী

কালের কণ্ঠ ডেস্ক   

২১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০মসুল বিমানবন্দরের দিকে এগিয়েছে ইরাকি বাহিনী

ইরাকের মসুল শহর ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে দখলমুক্ত করার অভিযানে রবিবার শহরটির পশ্চিমে অবস্থান নেয় সরকারি বাহিনী। দক্ষিণ দিক দিয়েও এগোচ্ছে তারা। ছবি : এএফপি

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর দখলে থাকা মসুল শহরের পশ্চিমাঞ্চল উদ্ধারে ইরাকের সমন্বিত বাহিনী সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছে। অভিযানের দ্বিতীয় দিনে সোমবার যুদ্ধবিমান ও হেলিকপ্টারের ছত্রচ্ছায়ায় তাদের মসুল বিমানবন্দরের দিকে এগিয়ে যেতে দেখা যায়। অভিযানে সমম্বয়কারী শীর্ষস্থানীয় সেনা অফিসার আব্দুল আমির ইয়ারাল্লা বলেন, ‘রবিবার তিনটি ভিন্ন এলাকায় সেনাবাহিনী ১৫টি গ্রাম নিজেদের দখলে নিয়েছে।’

অভিযানে নিয়োজিত ফেডারেল পুলিশ দলের প্রধান রায়েদ শাকের জাওদাত বলেন, ‘ফেডারেল পুলিশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জঙ্গিদের প্রতিরক্ষা লাইন লক্ষ্য করে আমাদের ভারী কামানগুলো গোলাবর্ষণ করে চলেছে।’

মসুল উদ্ধার অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি ফেডারেল পুলিশ বাহিনী, আধাসামরিক বাহিনী অংশ নিচ্ছে। প্রথম পর্বে অভিযানে শহরের পূর্ব অংশ মুক্ত করা হয়। ২০১৪ সালের জুন মাসে আইএস প্রধান আবু বকর আল বাগদাদী মসুলে খেলাফত ঘোষণা করেছিলেন। সূত্র : এএফপি।মন্তব্য