kalerkantho


বাগদাদীর বৈঠকস্থলে ইরাকি হামলা নিহত ১৩

কালের কণ্ঠ ডেস্ক   

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ইরাকি বিমানবাহিনী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষস্থানীয় নেতাদের এক বৈঠকস্থলের ওপর হামলা চালিয়েছে। এতে ১৩ জন নিহত হয়েছে। ওই বৈঠকে আইএস নেতা আবু বকর আল বাগদাদিও হয়তো উপস্থিত ছিলেন। গত সোমবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। তবে হামলায় বাগদাদির ভাগ্যে কী ঘটেছে সে ব্যাপারে কিছু বলা হয়নি।

বিবৃতিতে জানানো হয়, গোয়েন্দারা জানতে পারে, সিরিয়ার রাকা থেকে বাগদাদিকে একটি গাড়িবহরে করে সীমান্তের ওপারে পশ্চিম ইরাকের আল-কাইয়ুক এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। বাগদাদি সেখানে যান নেতাদের সঙ্গে ইরাকের মসুলে আইএস যোদ্ধাদের পর্যুদস্ত অবস্থা নিয়ে আলোচনা করতে। এসব জানার পর গত ১১ ফেব্রুয়ারি আইএস নেতাদের বৈঠকে ইরাকি এফ-১৬ যুদ্ধবিমান হামলা চালায়। ইরাকি সেনাবাহিনী এর আগে একাধিকবার বাগদাদির নিহত বা আহত হওয়ার কথা জানিয়েছিল। তবে কোনোবারই এসব খবরের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয় যায়নি। সূত্র : এএফপি।মন্তব্য