kalerkantho


৯/১১-র মূল হোতা খালিদ শেখের চিঠি

তুমিই সাপের মাথা, ওবামা

কালের কণ্ঠ ডেস্ক   

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ডোনাল্ড ট্রাম্প যখন সন্ত্রাসবাদ নির্মূলের নানা পদক্ষেপ নিতে শুরু করছেন, তখনই মার্কিন প্রশাসনকে ৯/১১-র কথা মনে করিয়ে দিয়েছে ওই হামলার স্বঘোষিত মূল হোতার এক চিঠি। খালিদ শেখ মোহাম্মদ গুয়ানতানামো বে কারাগারে বসেই বারাক ওবামার শাসনের শেষ আমলে এই চিঠি লিখেছেন। চিঠিতে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও নিরীহ মানুষের মৃত্যুর কারণেই ৯/১১-র হামলা হয়েছে। ১৮ পাতার চিঠির শীর্ষে লেখা, ‘সাপের মাথা, বারাক ওবামা।’

মার্কিন প্রতিরক্ষা অ্যাটর্নি ডেভিড নেভিন চিঠির কপি পাওয়ার পর জানিয়েছেন, খালিদ শেখ এই চিঠি লেখা শুরু করেছিল ২০১৪-তে। চিঠিতে তারিখ দেওয়া রয়েছে ৮ জানুয়ারি ২০১৫। হোয়াইট হাউসে চিঠিটি পৌঁছে ওবামার প্রেসিডেন্ট থাকার শেষ কয়েক দিনে।

চিঠিতে লেখা, ‘৯/১১-তে আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করিনি। তুমি, তোমাদের শাসকরাই আমাদের জমিতে ঢুকেছিলে। গাজায় আমাদের ভাই-বোন, বাচ্চাদের রক্তে তোমাদের হাত এখনো ভিজে আছে।

সূত্র : এএফপি।মন্তব্য