kalerkantho


যুদ্ধবাজ হেকমতিয়ারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

কালের কণ্ঠ ডেস্ক   

৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০আফগানিস্তানের যুদ্ধবাজ নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। হেকমতিয়ার ছিলেন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের একটি গেরিলা গোষ্ঠীর নেতা। এ গোষ্ঠীর সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তির পাঁচ মাস পর জাতিসংঘ এ পদক্ষেপ নিল।

কাবুল সরকারের অনুরোধের পর শুক্রবার শেষ বেলায় বিশ্ব সংস্থা হেকমতিয়ারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়েছে—১২৬৭, ১৯৮৯ ও ২২৫৩ নম্বর প্রস্তাব অনুসারে আইএসআইএল, আল-কায়েদা এবং তাদের সহযোগী ব্যক্তি, গোষ্ঠী, দায়িত্বশীল ও তাদের প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞা তালিকা থেকে নিরাপত্তা পরিষদের কমিটি গুলবুদ্দিন হেকমতিয়ারের নাম প্রত্যাহার করে নিচ্ছে। আফগান সরকার ও হেকমতিয়ারের অনুগত গোষ্ঠী এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। 

সূত্র : পার্স টুডে।মন্তব্য