kalerkantho


পাকিস্তানের চিত্রলে তুষারধসে শিশুসহ নিহত ১৪

কালের কণ্ঠ ডেস্ক   

৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চিত্রল জেলায় তুষারধসে ছয় শিশুসহ অন্তত ১৪ জন মারা গেছে। গতকাল রবিবার জেলার শেরশাল এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া দলের প্রধান চিত্রলের স্কাউট কমান্ড্যান্ট কর্নেল নিজামুদ্দিন শাহ জানান, তুষারধসে ২৫টি বাড়ি চাপা পড়েছে। এর মধ্যে পাঁচটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপ থেকে ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন নারী, ছয়টি শিশু ও দুজন পুরুষ রয়েছে। তবে তুষারধসে মোট কতজন চাপা পড়েছে, তা তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।

চিত্রলের জেলা নাজিম মাগফিরাত শাহ জানিয়েছেন, দুই দিন ধরে ওই এলাকায় ব্যাপক তুষারপাত হওয়ায় বেশ কয়েকটি পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গিয়েছিল। রয়ে যাওয়া পরিবারগুলো তুষারধসের শিকার হয়েছে।

রেডিও পাকিস্তানের বরাত দিয়ে দেশটির ডন সংবাদপত্রের খবরে বলা হয়েছে, তুষারধসে আহত আরো ৯ জনকে স্থানীয় গরম চশমা বেসামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবল তুষারপাতের ফলে চিত্রলের সড়কগুলোতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ফলে আহতদের হাসপাতালে নিতেও প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে।

এদিকে চাঘি এলাকায় একটি উদ্ধার অভিযান শেষ করেছে দেশটির সেনাবাহিনী। আইএসপিআর জানিয়েছে, তারা আটকে পড়া অন্তত ১০৮ জনকে নশকি এলাকায় স্থানান্তর করেছে।

সূত্র : ডন।মন্তব্য