kalerkantho


৭টি শীর্ষ হাসপাতালের অভিমত

ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় চিকিৎসা ক্ষতিগ্রস্ত হবে

কালের কণ্ঠ ডেস্ক   

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণার্থী এবং ভ্রমণবিষয়ক নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে দেশটির শীর্ষস্থানীয় সাতটি হাসপাতাল। গতকাল বৃহস্পতিবার হাসপাতালগুলোর তরফ থেকে জানানো হয়েছে, এর ফলে ওষুধশিল্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ অনেকটাই পিছিয়ে যাবে। নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত একটি মন্তব্য প্রতিবেদনে চিকিৎসকরা এ কথা বলেছেন। 

প্রতিবেদনটির অন্যতম লেখক ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের (এমজিএইচ) প্রধান চিকিৎসক ক্যাটরিনা আর্মস্ট্রং বলেন, ‘ট্রাম্পের অভিবাসননীতির কারণে বিভিন্ন দেশে কর্মরত আমাদের প্রশিক্ষণার্থী ও শিক্ষকদের বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হবে। এর ফলে দেশে আমরা অনেকটাই পিছিয়ে পড়ব। পাশাপাশি স্বাস্থ্যসেবা এবং নতুন উদ্ভাবনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে অগ্রণী ভূমিকা রয়েছে তা এই নীতির কারণে ক্ষতিগ্রস্ত হবে।’ তিনি আরো বলেন, ‘এর পরিণতিতে আমাদের স্বাস্থ্যসেবা এবং অভ্যন্তরীণ ওষুধশিল্প ক্ষতির মুখে পড়বে।’

চিঠি আকারে লেখা প্রতিবেদনটিতে এরই মধ্যে স্বাক্ষর করেছেন জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটাল, ইউনিভার্সিটি অব মিশিগান হেল্প সিস্টেম, ব্রিগহাম অ্যান্ড উইমেন হসপিটাল, ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া পেরেলম্যান স্কুল অব মেডিসিন, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ও সানফ্রান্সিসকো

বেথ ইসরায়েল ডায়াকোনেস মেডিক্যাল সেন্টারের চিকিৎসকরা।

সূত্র : এএফপি।মন্তব্য