kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


দক্ষিণ চীন সাগর

চীন ও ফিলিপাইন আলোচনায় রাজি

কালের কণ্ঠ ডেস্ক   

২২ অক্টোবর, ২০১৬ ০০:০০দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধ অবসানে পেইচিং ও ম্যানিলা আবারও আলোচনা শুরু করবে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের চীন সফরের পর গতকাল শুক্রবার দুই দেশের এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

দীর্ঘদিনের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়ার পর অর্থনৈতিক সমর্থন আদায়ের জন্য চীন সফরে গিয়েছিলেন দুতার্তে।

বিবৃতিতে বলা হয়, ‘দক্ষিণ চীন সাগর বিষয়ে উভয় দেশ বর্তমান এবং অন্য বিষয় নিয়মিত আলোচনা করবে। এই দ্বিপক্ষীয় আলোচনা উপকার বয়ে আনবে। ’ দুতার্তের চীন সফর চীনের জন্য স্পষ্টত কূটনৈতিক বিজয় বলে মনে করা হচ্ছে। ফিলিপাইনসহ আরো কয়েকটি দেশের দাবি উপেক্ষা করে চীন দক্ষিণ চীন সাগরের পুরোটা দাবি করে আসছিল। এর মধ্যে ফিলিপাইন নিজেদের অধিকার আদায়ে আন্তর্জাতিক আদালতে দ্বারস্থ হয়েছিল। কিছুদিন আগে দেওয়া রায়ে আন্তর্জাতিক আদালত সাগরে চীনের দাবি বাতিল করে দিয়েছিলেন।

দুর্তাতে এর আগে জানিয়েছিলেন, চীন সফরে তিনি বিষয়টি নিয়ে উচ্চকণ্ঠ হবেন। সূত্র : এএফপি।


মন্তব্য