kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


‘সবচেয়ে বয়সী’ পান্ডার মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০‘সবচেয়ে বয়সী’ পান্ডার মৃত্যু

হংকংয়ের ওশান পার্কের জিয়া জিয়া নামের পান্ডাটি মারা গেছে। ধারণা করা হয়, বন্দি অবস্থায় থাকা এটিই ছিল বিশ্বের সবচেয়ে বেশি বয়সী পান্ডা।

৩৮ বছর বয়সী পান্ডাটি দুই সপ্তাহ ধরে অসুস্থ ছিল।

কর্মকর্তারা জানান, ১৯৯৯ সালে অন্য একটি পান্ডার সঙ্গে এই নারী পান্ডাটিকে ওশান থিম পার্কে নিয়ে আসা হয়। এটির জন্ম চীনের সিচুয়ানে ১৯৭৮ সালে। পান্ডা স্বাভাবিক অবস্থায় বনেজঙ্গলে ২০ বছরের মতো বাঁচে। কিন্তু আটক অবস্থায় তারা ২৫ বছরের মতো বাঁচতে পারে। সে ক্ষেত্রে জিয়া জিয়ার ৩৮ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকা মানুষের শতবর্ষ বেঁচে থাকার মতোই বিস্ময়কর। ২০১৫ সালের জুলাইয়ে পার্ক কর্তৃপক্ষ জিয়া জিয়ার ৩৭তম জন্মদিন আড়ম্বরের সঙ্গে পালন করেছিল, যা বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছিল।

ওশান পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘সে (জিয়া জিয়া) ছিল আমাদের পরিবারের সদস্য। তার কথা সব সময় মনে পড়বে। সূত্র : বিবিসি।


মন্তব্য