kalerkantho


সৌদি আরবে হজ ভিসা মেয়াদোত্তীর্ণদের বিরুদ্ধে অভিযান

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০সৌদি আরব অবৈধভাবে অবস্থানরত বিদেশি হাজিদের ধরপাকড় শুরু করেছে। হজ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যাঁরা এখনো দেশটিতে অবস্থান করছেন তাঁদের বিরুদ্ধে গতকাল সোমবার থেকে এই অভিযান শুরু করা হয়েছে।

স্থানীয় পত্রিকা ওকাজ জানায়, অপরাধীদের ১৩ হাজার ৩২৯ মার্কিন ডলার সমমূল্যের জরিমানা, ছয় মাসের জেল ও বহিষ্কার করা হবে। যাঁরা অবৈধ অবস্থানকারীদের আশ্রয়, চাকরি বা নিজের গাড়িতে ভ্রমণ করাবে তাদেরও ২৬ হাজার ৬৬২ মার্কিন ডলার জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

সৌদি আরবে ওমরাহ বা হজ ভিসা নবায়নযোগ্য নয়। যাঁরা এ ভিসা নিয়ে সেখানে যান তাঁদের চাকরি করা বা মক্কার বাইরে যাওয়ার অনুমতি নেই। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের হজ মৌসুমে প্রায় ১৮ লাখ মানুষ হজ পালন করেছেন। তাঁদের বেশির ভাগই বিদেশি। সূত্র : সিনহুয়া।


মন্তব্য