kalerkantho


ইরাকে আত্মঘাতী বোমা হামলায় ৫৫ জন নিহত

কালের কণ্ঠ ডেস্ক   

১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ইরাকের বাগদাদে গতকাল শনিবার পৃথক তিনটি আত্মঘাতী বোমা হামলায় প্রায় ৫৫ জন নিহত হয়েছে। শিয়া মুসলমানদের একটি সমাবেশ, পুলিশের একটি চেক পয়েন্ট এবং আইএসবিরোধী একজন সুন্নি পার্লামেন্টারি নেতার পরিবার লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।

সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে বাগদাদের কেন্দ্রস্থলে একটি সমাবেশে চালানো হামলায়। আশুরা উপলক্ষে শিয়ারা একটি তাঁবুতে অবস্থানের সময় হামলায় কমপক্ষে ৪১ জন নিহত ও ৩৩ জন আহত হয়। আইএস এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। সম্প্রতি মারা যাওয়া স্থানীয় এক ব্যক্তির জন্য শোক পালন করতেও অনেক লোক ওই তাঁবুতে অবস্থান করছিল।

একই দিন সকালের দিকে বাগদাদের উত্তরে পুলিশের একটি চেকপয়েন্ট লক্ষ্য করে বন্দুকধারীদের হামলায় আট পুলিশ সদস্য নিহত ও ১১ জন আহত হয়। এ ছাড়া সুন্নি মিলিশিয়া প্রধানের বাড়ি লক্ষ্য করেও একটি হামলা হয়। সেখানেও বেশ কয়েকজন হতাহত হয়। সূত্র : রয়টার্স


মন্তব্য