kalerkantho

বৃহস্পতিবার। ২৩ ফেব্রুয়ারি ২০১৭ । ১১ ফাল্গুন ১৪২৩। ২৫ জমাদিউল আউয়াল ১৪৩৮।


বারানসিতে পদপিষ্ট হয়ে মৃত ১৯

কালের কণ্ঠ ডেস্ক   

১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ভারতের বারানসির রাজঘাটে পদপিষ্ট হয়ে কমপক্ষে ১৯ জন মারা গেছে। শনিবার রাজঘাট ব্রিজের একটি ধর্মীয় সমাবেশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ধর্মীয় নেতা জয় গুরুদেবের সমাবেশে এদিন বারানসির রাজঘাট ব্রিজে জড়ো হয়েছিল শত শত মানুষ। রাজঘাট ও চান্দাউলির মধ্যে থাকা এই ব্রিজ দিয়ে সমাগমের পথে যাচ্ছিলেন জয় গুরুদেব। সে সময় আচমকাই হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ের চাপে মাটিতে পড়ে যায় অনেকে। তাদের ওপর দিয়েই মাড়িয়ে চলে যায় বহু মানুষ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থা নিয়ন্ত্রণে আনার পর দেখা যায় থেঁতলানো দেহ, চাপ চাপ রক্ত, ছেঁড়া জামাকাপড় ছড়িয়ে রয়েছে সেতুর ওপর।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। উত্তর প্রদেশ সরকারও আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছে। দ্য হিন্দু।


মন্তব্য