kalerkantho


ট্রাম্পের সেই ভিডিও

টিভি উপস্থাপক বিলি বুশ বরখাস্ত

কালের কণ্ঠ ডেস্ক   

১১ অক্টোবর, ২০১৬ ০০:০০যুক্তরাষ্ট্রভিত্তিক এনবিসি টেলিভিশনের ‘টুডে’ অনুষ্ঠানের উপস্থাপকের পদ থেকে বিলি বুশকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ২০০৫ সালে নারীদের নিয়ে তাঁর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আপত্তিকর যৌনরসাত্মক কথোপকথনের একটি রেকর্ড ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মধ্যে এ ব্যবস্থা নেয় এনবিসি। গত রবিবার অনুষ্ঠানটির ভারপ্রাপ্ত নির্বাহী নোয়াহ ওপেনহেইম এক চিঠিতে তাঁর কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।

‘অ্যাকসেস হলিউড’ শিরোনামের এক টিভি অনুষ্ঠানের জন্য বিলি বুশের সঙ্গে ট্রাম্প নারীদের নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেন। ওই কথোপকথন ফাঁস হওয়ার পরপরই বিষয়টি নিয়ে নিজের অস্বস্তির কথা জানান সাবেক প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশের পরিবারের সদস্য বিলি বুশ। এসব কথোপকথনের জন্য অস্বস্তি ও লজ্জাবোধ করছেন মন্তব্য করে তিনি বলেন, ‘১১ বছর আগে এসব ঘটেছে। আমার বয়স আরো কম ছিল। আমি আরো অপরিণত ছিলাম এবং বোকার মতো আচরণ করেছি।’

ওপেনহেইম কর্মীদের উদ্দেশে লেখা চিঠিতে বলেন, ‘ওই টেপে বিলির যে ভাষা ও আচরণ ফুটে উঠেছে তার কোনো অজুহাত থাকতে পারে না। এনবিসি কর্তৃপক্ষ তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে।’ সূত্র : বিবিসি।


মন্তব্য