kalerkantho


ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে সাত কিশোরের মৃত্যুর আশঙ্কা

কালের কণ্ঠ ডেস্ক   

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ইন্দোনেশিয়ার একটি নদীতে গত শুক্রবার নৌকাডুবির ঘটনার নিখোঁজ সাত কিশোর মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবারও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। যদিও দুর্ঘটনার পর বড় ধরনের উদ্ধার অভিযান চালানো হয়েছে।

শুক্রবার ভোরে কাঠের ওই নৌকায় চড়ে মাদ্রাসার ২৫ ছাত্র জাভার বেঙ্গাওয়ান সোলো নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী ওঠানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা ধারণা করছেন। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা সুপরান্তো বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তারা তীর থেকে প্রায় সাত মিটার বা এর কাছে পৌঁছে গিয়েছিল। এ সময় কিশোররা অতিরিক্ত উচ্ছ্বসিত হয়ে নৌকার সামনের দিকে চলে আসে। এতে নৌকাটি ভারসাম্য হারিয়ে ফেলে।’ নিখোঁজ ছাত্রদের বয়স ১২ বছর থেকে ১৯ বছরের মধ্যে। এ ঘটনায় নৌকার অন্য ১৮ যাত্রী প্রাণে রক্ষা পেয়েছে। সূত্র : এএফপি


মন্তব্য