kalerkantho


পাঁচ অনূর্ধ্ব শিশুমৃত্যুতে শীর্ষে ভারত

কালের কণ্ঠ ডেস্ক   

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০২০১৫-এর সমীক্ষা অনুযায়ী পাঁচ অনূর্ধ্ব শিশুমৃত্যুতে শীর্ষে ভারত। চিকিৎসা সাময়িকী ল্যানসেটে প্রকাশিত এই গবেষণায়, যক্ষ্মা ও মাতৃত্বকালীন চিকিৎসার ক্ষেত্রেও ভারতের খারাপ অবস্থা সামনে এসেছে।

দ্য গ্লোবাল বার্ডেন অব ডিজিজ (স্টাডি ২০১৫) শীর্ষক এই সমীক্ষায় উল্লেখ করা হয়, ২০১৫ সালে পাঁচ বছরের নিচে বয়স এমন শিশুর মৃত্যু ১০ লাখ ছাড়িয়ে গেছে। প্রকৃত সংখ্যাটা ১০ লাখ ৩০ হাজার।

সমীক্ষা রিপোর্ট বলছে, ভারতে কার্ডিওভাসকুলার অসুখ দ্রুত হারে বাড়ার পাশাপাশি এই রোগে মৃত্যুও অনেকটাই বেড়েছে। তবে স্ট্রোকে মৃত্যু অনেকটাই কমিয়ে এনেছে ভারত ও পাকিস্তানের মতো এশীয় অঞ্চলের দেশগুলো। আবার লোয়ার রেসপিরেটরি ইনফেকশন কমিয়ে আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ করছে বাংলাদেশ, নেপালের মতো দেশগুলো।

তবে যক্ষ্মা বা টিউবারকিউলোসিসের চিকিৎসায় আশানুরূপ কিছু করতে পারেনি ভারত। দেশটিতে যক্ষ্মা এখনো লাগামহীন বলা হয়েছে সমীক্ষায়। ক্রনিক কিডনির অসুখেও মৃত্যু হার দ্রুততায় বেড়ে চলেছে। মাতৃত্বকালীন মৃত্যু দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রেও ভারত-নেপালের দৈন্য বলা হয়েছে প্রতিবেদনে। সূত্র : দ্য হিন্দু।


মন্তব্য