সিরিয়ার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে রাশিয়ার সমর্থনে সরকারি বাহিনীর বোমা হামলা অব্যাহত থাকলে এ বছরের শেষ নাগাদ তা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এ সতর্কতা দিয়েছেন জাতিসংঘের সিরিয়াবিষয়ক বিশেষ দূত স্তাফান ডি মিস্তুরা। তিনি প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের প্রতি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন।
মিস্তুরা আশঙ্কা প্রকাশ করে বলেন, আলেপ্পোর যে পরিস্থিতি চলছে তাতে সেখানে বিংশ শতকের সবচেয়ে বড় বিয়োগান্ত ঘটনা স্রেবরেনিচা ও রুয়ান্ডার গণহত্যার মতো অবস্থা সৃষ্টি হতে পারে।
মিস্তুরা বলেন, আলেপ্পোর পূর্বাঞ্চলে যে হারে বোমা হামলা হচ্ছে তাতে বড়জোর আড়াই মাস সময় আছে। এর মধ্যে আলেপ্পোর পূর্বাঞ্চল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। হাজার হাজার বেসামরিক মানুষ মারা যাবে। পালাতে গিয়ে অনেকে আহত হবে, আবার অনেকে শরণার্থী হবে।
সিরিয়া ও রাশিয়া তাদের অপরাধ থেকে রেহাই পাবে না বলেও সতর্ক করেন মিস্তুরা। সূত্র : রয়টার্স।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের