ভারতের কট্টরপন্থী হিন্দু সংগঠন শিবসেনার বাধার মুখে বলিউডের খ্যাতনামা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী একটি হিন্দু পৌরাণিক নাটকে অভিনয় করতে পারলেন না। নওয়াজউদ্দিন মুসলিম বলে তাঁর বিরুদ্ধে আপত্তি তোলে শিবসেনা। তাদের বক্তব্য, কোনো হিন্দু নাটকের চরিত্রে তারা কোনো মুসলমানকে দেখতে চায় না।
হিন্দুদের ধর্মীয় উৎসব উপলক্ষে পৌরাণিক কাহিনীভিত্তিক এক নাটক ‘রামলীলায়’ অভিনয় করতে চেয়েছিলেন নওয়াজউদ্দিন। তিনি জানান, রামলীলায় অভিনয়ের স্বপ্ন তাঁর একেবারে ছোটবেলা থেকে।
১০ মাথাওয়ালা রাবণের বিরুদ্ধে হিন্দু দেবতা রামের বিজয়কে অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয় হিসেবে দেখা হয়। হিন্দুদের উৎসবের সময় এ পৌরাণিক কাহিনীভিত্তিক নাটকের মঞ্চায়ন বেশ জনপ্রিয়। অনেক গ্রামেই উৎসবের সময় এ নাটকের প্রদর্শনী হয়।
জানা যায়, নওয়াজউদ্দীন তাঁর নিজের গ্রাম উত্তর প্রদেশের বুধানায় এ নাটকে অংশ নিতে চেয়েছিলেন। বলিউডে পা রাখার আগে গ্রামের যাত্রায় অভিনয় করতেন তিনি। রামলীলায় রাবণের কাকার চরিত্রে অভিনয় করার কথা ছিল তাঁর। কিন্তু নাটক শুরু হওয়ার কয়েক মিনিট আগে এতে বাদ সাধে শিবসেনা। তারা নাটকের আয়োজকদের জানায়, এ নাটকে তারা মুসলিম অভিনেতা নওয়াজউদ্দীনকে দেখতে চায় না। নাটকের আয়োজকদের তারা হুমকিও দেয় যে, তাদের নির্দেশ না মানলে ফল ভালো হবে না।
মুকেশ শর্মা নামের শিবসেনার এক সদস্য ভারতের টাইমস অব ইন্ডিয়া সংবাদপত্রকে জানান, তাঁদের গ্রামের গত ৫০-৬০ বছরের ইতিহাসে এ নাটকে কোনো মুসলিম অভিনেতার অভিনয়ের নজির নেই। পুরনো ঐতিহ্য রক্ষার জন্যই তাঁরা এ ব্যবস্থা নিয়েছেন।
রামলীলা থেকে বাদ হওয়ার প্রতিক্রিয়ায় নওয়াজ বলেছেন, রামলীলায় অভিনয়ের স্বপ্ন তাঁর একেবারে ছোটবেলা থেকে। তবে তিনি আশাবাদী যে সামনের বছর এ নাটকে অভিনয়ের সুযোগ পাবেন। সূত্র : বিবিসি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের