kalerkantho

হারিকেন ম্যাথিউ

৭ অক্টোবর, ২০১৬ ০০:০০হারিকেন ম্যাথিউ

হারিকেন ম্যাথিউর প্রভাবে লা দিগুয়ে নদী পারাপারের সেতুটি ধসে পড়ায় লোকজন আশ্রয়ের সন্ধানে হেঁটে নদী পার হচ্ছে। তীব্র গতির এই ঘূর্ণিঝড়ে সরকারি হিসাবে কমপক্ষে ১০৮ জন মারা গেছে। তবে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মৃতের সংখ্যা ৬৫। গতকাল তোলা ছবি। ছবি : এএফপি


মন্তব্য