kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


‘উন্নয়নশীল দেশের ৩৮ কোটি শিশুরই বাস দারিদ্র্যসীমার নিচে’

কালের কণ্ঠ ডেস্ক   

৫ অক্টোবর, ২০১৬ ০০:০০জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ ও বিশ্বব্যাংক বলছে, উন্নয়নশীল দেশগুলোর শিশুদের এক-পঞ্চমাংশ চরম দারিদ্র্যসীমার নিচে বাস করছে। চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী শিশুর সংখ্যা প্রায় সাড়ে ৩৮ কোটি।

এক প্রতিবেদনে বলা হয়, এসব দরিদ্র শিশুর অর্ধেকের বাস সাব-সাহারা আফ্রিকা অঞ্চলে এবং এক-তৃতীয়াংশ দক্ষিণ এশিয়া অঞ্চলের শিশু। যেসব বাড়ির দৈনিক আয় প্রায় ১ দশমিক ৯ ডলার বা তার কম, সেসব বাড়ির বেড়ে ওঠা শিশুদের চরম দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী হিসেবে গণ্য করা হয়েছে।

ইউনিসেফের কর্মকর্তা অ্যান্থনি লেক বলেছেন, ‘শিশুরা যে শুধু চরম দারিদ্র্যসীমার নিচে বাস করছে তা নয়, এ অবস্থা প্রায় সব শিশুর জীবন শেষ করে দিচ্ছে। ’ সূত্র : বিবিসি।


মন্তব্য