kalerkantho


৬৪ শতাংশ ইসরায়েলি মনে করে শান্তি চুক্তি হবে না

কালের কণ্ঠ ডেস্ক   

৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ফিলিস্তিনের সঙ্গে কখনোই শান্তিচুক্তি হবে না বলে ইসরায়েলের দুই-তৃতীয়াংশ নাগরিক বিশ্বাস করে। রবিবার প্রকাশিত এক জনমত জরিপে এ তথ্য জানা গেছে।

জরিপে ৬৪৬ ইসরাইলি ও আরব-ইসরাইলি অংশ নেয়। এর মধ্যে ৬৪ শতাংশ মনে করে, ফিলিস্তিন ও ইসরায়েল কখনোই শান্তিচুক্তিতে পৌঁছাতে পারবে না।

প্রজেক্ট হামিদগাম ইনস্টিটিউট জরিপটি পরিচালনা করে। ইন্টারনেটভিত্তিক সংবাদ সংস্থা ওয়ালার জন্য জরিপটি করা হয়। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৪ শতাংশ লোক মনে করে চুক্তিটি সম্ভব। তবে তাদের ধারণা, উভয় পক্ষের মধ্যে চুক্তিটি হতে পাঁচ বছরেরও বেশি সময় লাগবে। আর ৪ শতাংশ লোকের বিশ্বাস পাঁচ বছরের মধ্যে চুক্তিটি হবে। বাকি ৮ শতাংশ লোক কোনো মতামত দেয়নি।

২০১৪ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা শান্তি প্রক্রিয়াটি মুখ থুবড়ে পড়ে। সূত্র : এএফপি।


মন্তব্য