kalerkantho


দুতার্তের পক্ষে মুখপাত্রের সাফাই

তিনি হিটলার নন, তবে ৩০ লাখ লোক হত্যায় অবিচল

কালের কণ্ঠ ডেস্ক   

২ অক্টোবর, ২০১৬ ০০:০০তিনি হিটলার নন, তবে ৩০ লাখ লোক হত্যায় অবিচল

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে আক্ষরিক অর্থে জার্মান নেতা অ্যাডল্ফ হিটলারের সঙ্গে নিজের তুলনা করতে চাননি, তবে মাদকের সঙ্গে জড়িত ৩০ লাখ লোককে হত্যার লক্ষ্যে অবিচল আছেন—এমন দাবি করেছেন তাঁর মুখপাত্র। তাতে অবশ্য দুতার্তের বক্তব্যের বিরুদ্ধে দেশে-বিদেশে সমালোচনা বন্ধ থাকেনি।

গত শুক্রবার হিটলারের ইহুদি গণহত্যার প্রসঙ্গ টেনে দুতার্তে বলেন, তিনিও হিটলারের মতো করে ফিলিপাইনে মাদক লেনদেনে জড়িত সব মানুষকে হত্যা করতে চান। দুতার্তের এমন বক্তব্যে সেদিনই প্রতিক্রিয়া দেখান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার। হাওয়াইয়ে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে তিনি দুতার্তের বক্তব্য প্রসঙ্গে বলেন, ‘আমার ব্যক্তিগত অভিমত হলো ওই সব মন্তব্য আমার কাছে গভীর সংকটজনক মনে হচ্ছে।’

দুতার্তের মুখপাত্র আরনেস্তো আবেলা গতকাল শনিবার প্রেসিডেন্টের হিটলারবিষয়ক বক্তব্য খণ্ডনের চেষ্টা করেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ইহুদি গণহত্যায় ৬০ লাখ লোকের প্রাণহানির গভীর শোককে খাটো করার অভিপ্রায় আমাদের নেই। প্রেসিডেন্ট ওই গণহত্যার প্রসঙ্গ উত্থাপন করায় যে অস্পষ্টতা তৈরি হয়েছে, এতে তাঁকে হিটলার তথা এক গণহন্তারক হিসেবে যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা তিনি প্রত্যাখ্যান করেছেন। দুতার্তে আসলে মাদক ব্যবসায় জড়িত ৩০ লাখ লোককে হত্যার অভিপ্রায় প্রকাশ করেছেন। আগামী প্রজন্ম ও দেশের ভবিষ্যৎ রক্ষার জন্য তিনি কাজটা করতে চান।’

হিউম্যান রাইটস ওয়াচের ডেপুটি এশিয়া ডিরেক্টর ফেলিম কাইন মনে করছেন, দুতার্তের মন্তব্য তাঁর পুলিশ বাহিনীকে আইনবহির্ভূত হত্যাকাণ্ডে আরো উসকে দেবে।

দুতার্তের রাজনৈতিক জোটের দুই নেতা সারাহ এলাগো ও মারজোহারা টুকাসি তাঁর ওই মন্তব্যে সমর্থন দিতে রাজি নন। তাঁরা এক বিবৃতিতে বলেন, ‘স্বতন্ত্র পররাষ্ট্রনীতি প্রতিষ্ঠার জন্য আমরা আপনাকে অকুণ্ঠ সমর্থন দিতে রাজি। কিন্তু আপনি নিজেকে হিটলারের সঙ্গে তুলনা করলে সেসবের মধ্যে আমরা নেই।’

সূত্র : এএফপি।


মন্তব্য