kalerkantho


হিলারির নামে বানান ভুল

কালের কণ্ঠ ডেস্ক   

২৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম প্রেসিডেনশিয়াল বিতর্ক সরাসরি দেখার জন্য দেওয়া সৌজন্য টিকিটে হিলারি ক্লিনটনের নামের বানানে ভুল ছিল। অনুষ্ঠানটি দেখার জন্য হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৩৫০টি টিকিট বিতরণ করা হয়। এই টিকিটে হিলারির বানানে শুধু একটি ‘এল’ ছিল। এ ব্যাপারে হফস্ট্রা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র কার্লা স্কুস্টার বলেন, ‘এগুলো অফিশিয়াল টিকিট নয়। বিতর্কে যোগ দেওয়ার জন্য যেসব শিক্ষার্থী লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন, তাঁদের মধ্যে সুভেন্যির হিসেবে বিতরণের জন্য টিকিটগুলো শেষ মুহূর্তে ছাপানো হয়। আমরা আবার এটি ছাপাব।’ উল্লেখ্য, বিতর্ক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিতরণ করা আনুষ্ঠানিক টিকিটে হিলারি বা ট্রাম্প কারো নাম ছিল না। সূত্র : এএফপি।


মন্তব্য