গরুর শব সরাতে রাজি হননি বলে এক অন্তঃসত্ত্বা দলিত নারীর পেটে লাথি মারার ঘটনা ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে। বেধড়ক পেটানো হয়েছে তাঁর পরিবারকেও।
রাজ্যের মোটা কারগা নামের গ্রামে এ ঘটনা ঘটেছে গত শুক্রবার। নিগৃহীতার পরিবার জানিয়েছে, স্থানীয় ঠাকুর সম্প্রদায়ের কয়েকজন ওই নারীর বাড়ি এসে তাঁকে ঠাকুরদের বাড়িতে পড়ে থাকা গরুর শব সরাতে বলেন। কিন্তু ওই দলিত নারী তাতে রাজি হননি। তিনি অন্তঃসত্ত্বা আর বেশ কিছু দিন আগেই ওই সব কাজ করা তিনি ছেড়ে দিয়েছেন বলে তাঁদের জানান। তাতেই চটে যান ঠাকুররা। এরপর দলবল বাড়িয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে চড়াও হন ওই দলিত নারীর ওপর। সূত্র : আনন্দবাজার।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের