kalerkantho


তিমোশেঙ্কোর শান্তিচুক্তিতে স্বাক্ষর

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০তিমোশেঙ্কোর শান্তিচুক্তিতে স্বাক্ষর

কলম্বিয়ার প্রায় অর্ধশতকের গৃহযুদ্ধের অবসান ঘটাতে প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোস এবং রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) নেতা তিমোলিওন জিমিনেজ তথা তিমোশেঙ্কোর গতকাল শান্তিচুক্তিতে স্বাক্ষর করার কথা। শান্তির পথে পা বাড়ানো ফার্ক সদস্যরা এখন স্বস্তিদায়ক সময় কাটাচ্ছে। এল দিয়ামান্তের এক গেরিলা ক্যাম্পে গত রবিবার তাদের নেতাদের কাছ থেকে ভবিষ্যৎ নির্দেশনাও নিতে দেখা যায়। ছবি : এএফপি


মন্তব্য