kalerkantho


পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত

ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পুলিশ

কালের কণ্ঠ ডেস্ক   

২৬ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটে কৃষ্ণাঙ্গ যুবক কিথ ল্যামন্ট স্কটকে গুলি করার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে পুলিশ। শনিবার ওই ফুটেজের সঙ্গে একটি হ্যান্ডগান ও মারিজুয়ানার ছবিও প্রকাশ করে তারা। তাদের দাবি, এগুলো স্কটের কাছে ছিল। মঙ্গলবার এক শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে স্কট নিহত হন।

স্কট নিহত হওয়ার পর শার্লটে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা নিরস্ত্র কৃষ্ণাঙ্গ মানুষদের নির্বিচারে হত্যা করার জন্য পুলিশ প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাব ও বিচার দাবি করে। বিক্ষোভে স্কটকে গুলি করার ফুটেজ প্রকাশের দাবি তোলা হয়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ শনিবার ভিডিও প্রকাশ করে। এর আগে স্কটের স্ত্রী রাকিয়া স্কটের তোলা একটি ভিডিও ফুটেজ প্রকাশিত হয়েছিল।

শার্লট পুলিশপ্রধান কার পুটনি বলেছেন, স্কটের হাতে অবশ্যই হ্যান্ডগান ছিল। পুলিশের প্রকাশিত ফুটেজে দেখা যায়, স্কট তাঁর গাড়ি থেকে নেমে পেছনের দিকে হেঁটে যান এবং তাঁর হাত নিচে নামানো ছিল। তাঁর হাতে কিছু ছিল কি না, তা স্পষ্ট নয়। এ সময় চারটি গুলির আওয়াজ পাওয়া যায় এবং তাঁকে পড়ে যেতে দেখা যায়। অন্য আরেকটি ফুটেজে দেখা যায়, স্কট গাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন এবং তাঁর হাত নিচে নামানো রয়েছে। সূত্র : এএফপি।


মন্তব্য