kalerkantho


ভাঙছে ব্রাঞ্জেলিনা জুটি

কালের কণ্ঠ ডেস্ক   

২১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ভাঙছে ব্রাঞ্জেলিনা জুটি

ভেঙে যাচ্ছে বিখ্যাত সেলিব্রিটি জুটি ব্রাঞ্জেলিনা। স্বামী ব্রাড পিটের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আবেদন করেছেন অ্যাঞ্জেলিনা জোলি। গত সোমবার তিনি এ আবেদন করেন। জোলির আইনজীবী রবার্ট অফার এ তথ্য জানিয়েছেন।    

বিবৃতি দিয়ে রবার্ট জানিয়েছেন, ‘পরিবারের মঙ্গলের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি (জোলি) এ বিষয়ে কথা বলবেন না। তিনি চানও না এই মুহূর্তে তাঁদের নিয়ে কথা হোক।’ বিচ্ছেদ চাইলেও ছয় সন্তানকে নিজের কাছে রাখার অনুমতি চেয়েছেন জোলি। 

হলিউডের এই তারকা জুটি ২০০৪ সাল থেকে একসঙ্গে থাকার পর বিয়ে করেন ২০১৪ সালের আগস্টে। দুজনের নামের প্রথম অংশ মিলিয়ে তাঁরা ভক্তদের কাছে ব্রাঞ্জেলিনা নামে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০০৫ সালে অ্যাকশন কমেডি ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এ প্রথম রুপালি পর্দায় একসঙ্গে দেখা যায় তাঁদের।

সূত্র : বিবিসি, ওয়াশিংটন পোস্ট।


মন্তব্য