kalerkantho


সেলফিকাণ্ডে পানিতে পড়ে নিজে বাঁচলেও পাঁচ বন্ধুর মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক   

২০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ভারতের তেলেঙ্গানা রাজ্যে নৌকায় বেড়াতে গিয়ে সেলফি তোলার সময় পা হড়কে এক ছাত্রী পড়ে গেলে তাকে উদ্ধারে একে একে পানিতে ঝাঁপ তার পাঁচ বন্ধু। মেয়েটি সাঁতরে তীরে উঠলেও অন্যরা সবাই তলিয়ে যায়। পরে উদ্ধারকর্মীরা তাদের মৃতদেহ উদ্ধার করেন। বেঁচে যাওয়া মেয়েটিসহ সবাই রাজ্যের ভাগ্যদেবী ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রী। গত শনিবার তেলেঙ্গানার ওয়ার্যাঙ্গাল জেলার ধর্মসাগর হ্রদে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, কলেজের ছয় শিক্ষার্থী ধর্মসাগর হ্রদে বেড়াতে যায়। এদের মধ্যে রামিয়া প্রতিউষা সেলফি তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। প্রতিউষাকে বাঁচাতে অন্য পাঁচ বন্ধু পানিতে ঝাঁপ দিয়ে ডুবে মারা যায়। এদের দুজন ছাত্রী। প্রতিউষা কোনো রকমে তীরে ফেরে। মৃত শিক্ষার্থীদের বয়স ১৮ বছরের আশপাশে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : এনডিটিভি।


মন্তব্য