kalerkantho


‘বারাকট্রেমা ওবামাই’

কালের কণ্ঠ ডেস্ক   

১৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০যুক্তরাষ্ট্রের একজন গবেষক নতুন একটি পরজীবীর সন্ধান পেয়েছেন, যেটি মালয়েশিয়ায় কচ্ছপের দেহে পাওয়া গেছে। এই পরজীবী চ্যাপ্টা ধরনের কৃমি। ওই গবেষক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে কৃমিটির নাম রেখেছেন ‘বারাকট্রেমা ওবামাই’।

প্যারাসাইটোলজি জার্নালে সায়েন্টিফিক ট্যাক্সোনমিতে নতুন প্রজাতির এই পরজীবী অন্তর্ভুক্ত হয়েছে বারাকট্রেমা ওবামাই হিসেবে। ২১ বছরের মধ্যে এই প্রথম কচ্ছপের দেহে নতুন ধরনের এ পরজীবীর সংক্রমণ ঘটেছে বলে জার্নালটির গত ৪ সেপ্টেম্বর সংখ্যায় এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনের সহলেখক টমাস আর প্লাট পরজীবীটির এই নাম বেছে নেন। তিনিই পরজীবীটির সন্ধান পেয়েছেন। ইন্ডিয়ানার সেন্ট মেরি কলেজ থেকে সম্প্রতি অবসর নেওয়া টমাস বলেন, কচ্ছপের দেহে প্রবেশ করতে পরজীবীকে অনেক বাধা পার হতে হয়েছে এবং কচ্ছপের ইমিউন সিস্টেমে বড় ধরনের আঘাত হেনেছে এটি। এরপর ঘাঁটি গেড়ে বসেছে এবং বংশবৃদ্ধি শুরু করেছে। ওবামার নামে এর নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, আবিষ্কারকরা পরিবারের যেসব মানুষকে পছন্দ করেন, তাঁদের নামেই বেশির ভাগ নামকরণ করেন। টমাস আশা করছেন, প্রেসিডেন্ট ওবামা এটিকে অপমান নয়, সম্মান হিসেবেই বিবেচনা করবেন। সূত্র : ডয়েচে ভ্যালে।


মন্তব্য