kalerkantho


হজযাত্রীরা পরিচয় ব্রেসলেট পাচ্ছে

কালের কণ্ঠ ডেস্ক   

১০ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০যেকোনো দুর্ঘটনা বা সংকটে হজযাত্রীদের পরিচয় শনাক্তে এবার তাদের ব্রেসলেট দিচ্ছে সৌদি আরব সরকার। গত বছর হজ পালনকালে পদপিষ্ট হয়ে কয়েক শ হাজির অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং অনেকের পরিচয় শনাক্ত করা নিয়ে জটিলতার বিষয় মাথায় রেখে এবার বাড়তি সতর্কতা হিসেবে ব্রেসলেট দেওয়া হচ্ছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ভাইস সেক্রেটারি ইসা রাওয়াস জানান, ১৪ লাখের বেশি হজযাত্রীর সবাইকে এ ব্রেসলেট দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে তাঁরা কাজ শুরু করেছেন।

প্লাস্টিকের বেল্টের সঙ্গে জুড়ে দেওয়া কাগজের ব্রেসলেটের ওপর থাকছে বারকোড, যাতে থাকছে হাজিদের নাম, জাতীয়তা, হজ পালনকালে মক্কায় অবস্থানের ঠিকানা। এসবের সঙ্গে হাজিদের প্রতিনিধি এবং আরো কিছু তথ্যও ব্রেসলেটে থাকছে বলে জানান ইসা। হাজিদের সহজে শনাক্ত করার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা নাগরিকদের জন্য ভিন্ন ভিন্ন রঙের বেল্ট সংযুক্ত ব্রেসলেট দেওয়া হচ্ছে। অনেক হজযাত্রীর ব্রেসলেট সরবরাহ করেছে তাদের ট্রাভেল এজেন্ট। সূত্র : এএফপি।


মন্তব্য