kalerkantho


প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে গেলেন হুসেফ

কালের কণ্ঠ ডেস্ক   

৮ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে গেলেন হুসেফ

অভিশংসিত হয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট পদ হারানোর পর দিউমা হুসেফ গতকাল প্রেসিডেন্ট প্রাসাদ ছেড়ে গেছেন। জানা গেছে, তিনি একটি বিমানে করে তাঁর উপকূলীয় নিজ শহরে গেছেন। প্রায় একই সময়ে চীনে জি-টুয়েন্টি সম্মেলন শেষ করে বর্তমান প্রেসিডেন্ট মিশেল তেমের  দেশে ফিরেছেন।

মঙ্গলবার রাজধানী ব্রাসিলিয়ার আলভোরাদা প্রাসাদ ত্যাগ করার সময় সমর্থক ও সহকর্মীরা ফুল দিয়ে হুসেফকে বিদায় জানায়। প্রাসাদের বাইরে ছিল মন খারাপ করা মানুষের ভিড়। প্রাসাদ থেকে হেঁটে গাড়িতে ওঠার সময় হুসেফের প্রতি তারা লাল ও হলুদ ফুলের পাপড়ি ছিটিয়ে দেয়।  ৫৬ বছর বয়সী সেসিলিয়া মোন্তিয়ার বলেন, ‘আমি খুবই দুঃখিত, মনে হচ্ছে দেশ এতিম হয়ে গেল।’

ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট ও সাবেক গেরিলা যোদ্ধা হুসেফ অভিশংসনের বিরুদ্ধে ৯ মাস লড়াই করে গত সপ্তাহে সিনেটে চূড়ান্ত ভোটাভুটিতে হেরে যান। এই প্রক্রিয়ার শেষ দিকে তাঁর দায়িত্ব পালন স্থগিত করা হলে ভাইস প্রেসিডেন্ট তেমের সেই দায়িত্ব পান। একসময়ের সহযোগী তেমের অভিশংসন প্রক্রিয়ায় হুসেফের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।

জনসমর্থন পেতে বাজেটে ঘাটতি কমিয়ে দেখানোর অভিযোগ আনা হয়েছিল ৬৮ বছর বয়সী হুসেফের বিরুদ্ধে। কোনো ধরনের অন্যায় করার অভিযোগ অস্বীকার করেন হুসেফ। সূত্র : এএফপি, বিবিসি।


মন্তব্য