kalerkantho


যৌন কেলেঙ্কারিতে আম আদমির আরেক নেতা

কালের কণ্ঠ ডেস্ক   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০দিল্লিতে সন্দ্বীপ কুমারের মন্ত্রিত্ব খোয়ানো ও গ্রেপ্তার হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও যৌন কেলেঙ্কারির ছাপ লেগেছে আম আদমি পার্টিতে (এএপি)। এবার অভিযোগটি উঠেছে দলটির ভেতর থেকেই। তাতে জানা গেছে, দলটির নেতা দিলীপ পাণ্ডে দলীয় মনোনয়ন পাইয়ে দেওয়ার নাম করে নারীদের সঙ্গে অশ্লীল আচরণ করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে একটি চিঠি লিখেছেন দলের আরেক নেতা দেবিন্দর শেরাওয়াত। তিনি লিখেছেন, ‘আমার কাছে খবর এসেছে, টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাঞ্জাবে নারীদের শ্লীলতাহানি করছেন দিলীপ। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য চণ্ডীগড়েও অনেকের সঙ্গে এ নিয়ে কথা বলে দেখিছি।’ দেবিন্দর কেজরিওয়ালকে এসব ক্ষেত্রে কড়া অবস্থান নিতে এবং অভিযুক্তকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

সূত্র : এনডিটিভি।


মন্তব্য