kalerkantho


এই অঞ্চলে ওবামার শেষ সফর

এশিয়ার সঙ্গে স্থায়ী সম্পর্কে জড়িয়ে আছে যুক্তরাষ্ট্র

কালের কণ্ঠ ডেস্ক   

৭ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তিনি হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পরও এশিয়া অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক অটুট থাকবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এশিয়ায় শেষ সফরে লাওসে পৌঁছে ওবামা বলেন, ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়টি নতুন কিছু নয়। এই আগ্রহ বিলীন হয়ে যাচ্ছে না। বরং মৌলিক জাতীয় স্বার্থগুলো ঘিরে আবর্তিত হচ্ছে এই আগ্রহ।’

প্রেসিডেন্ট হিসেবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এটা বারাক ওবামার একাদশ ও শেষ সফর। আট বছরের শাসনামলে তিনি এই অঞ্চলের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার চেষ্টা করেছেন। ভিয়েনতিয়েনে বক্তৃতায় ওবামা বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমার পররাষ্ট্রনীতিতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষের সঙ্গে সম্পর্ক আরো গাঢ় করার অগ্রাধিকার ছিল। আমরা এখানে থাকার জন্য এসেছি। ভালো সময়ে যেমন, খারাপ সময়েও যুক্তরাষ্ট্র আপনাদের পাশে থাকবে।’ সূত্র : এএফপি।


মন্তব্য